দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একবালপুরে যুবকের রহস্য মৃত্যু| মৃতের নাম কাইসার আনসারি । একবালপুরের সুধীর বোস রোডে থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরে একবালপুর এলাকার একটি বহুতলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন কাইসার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, যে বাড়িটি থেকে ওই যুবক পড়ে গিয়েছেন সেটি পাঁচ তলা। জানা গিয়েছে, ছাদে অ্যাসবেসটরের ছাউনি দেওয়া একটি ঘরে প্রায় আট মাস ধরে থাকতেন কাইসার। তাঁর স্ত্রীও সঙ্গে থাকতেন। এদিন দুপুরে হঠাৎই ছাদ থেকে পড়ে যান কাইসার। নিচ থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। এরপরই স্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে জানা গিয়েছে, ঘটনার সময় কাইসারের স্ত্রী ঘুমোচ্ছিলেন। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক? নাকি নেপথ্যে অন্য কারণ, তা জানার চেষ্টা করছে পুলিশ।