Breaking News

স্বাস্থ্য সাথী কার্ড থাকার পরও টাকা চাওয়ার অভিযোগ, বিক্ষোভের জেরে পিছু হঠল নার্সিংহোম,হুগলির আরামবাগের ঘটনা!

প্রসেনজিৎ ধর :-ফের স্বাস্থ্য-সাথী কার্ডে বেনিয়মের অভিযোগ। অভিযোগ, রোগীর মৃত্যু হওয়ার পর মৃতের পরিবারের কাছ থেকে চিকিৎসার খরচ বাবদ লক্ষাধিক টাকা নেওয়ার দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।পরে পরিস্থিতি বেগতিক বুঝে চিকিৎসার বিল নেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।যার জেরে বেসরকারি ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভে সামিল হলেন রোগীর পরিজন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে। রোগীর আত্মীয়দের অভিযোগ, গত সোমবার কামারহাটির জসাপুর এলাকার বাসিন্দা শেখ মুক্তার হাজরাকে হার্টের সমস্যা নিয়ে আরামবাগের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রোগীর পরিজনদের দাবি, তাঁরা আগেই নার্সিংহোমকে জানিয়েছিলেন চিকিৎসার যাবতীয় খরচ স্বাস্থ্যস্বাথী কার্ডের মাধ্যমে মেটানো হবে। কিন্তু মঙ্গলবার সকালে নার্সিংহোমেই মৃত্যু হয় মুক্তার হাজরার।
মৃতের পরিবার দেহ আনতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের কাছ থেকে চিকিৎসার খরচ বাবদ লক্ষাধিক টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা না দিলে মৃতদেহ মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলেও জানায় নার্সিংহোম।এই ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। যদিও, নার্সিংহোম কর্তৃপক্ষের পালটা দাবি,স্বাস্থ্যস্বাথী কার্ডে চিকিৎসা করাতে আসা রোগীর চিকিৎসার খরচ নির্ধারণ করে যতটা স্বাস্থ্যস্বাথী কার্ডের ছাড় পাওয়া গেছে তা বাদ দিয়ে বাকি টাকা চাওয়া হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *