প্রসেনজিৎ ধর, কলকাতা :- যুবভারতীতে আইএসএলের ম্যাচ দেখে বাড়ি ফিরবে কীভাবে? মোহনবাগান ম্যাচের শুরুর কয়েক ঘণ্টা আগে সুখবর শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।আইএসএলের ম্যাচ শেষ হবে রাত ১০টায়। যুবভারতী থেকে সমর্থকদের বাড়ি ফিরতে সমস্যা হতে পারে। সেই কারণে রাত ১০টার পর বাড়তি মেট্রো চালানোর আবেদন করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। সেই আবেদনে সাড়া দিল মেট্রো রেল। শনিবার ম্যাচ শেষ হওয়ার পর দু’টি মেট্রো চালানো হবে। সাধারণত সল্টলেক-শিয়ালদহ রুটের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আজ রাত ১০টা এবং রাত ১০টা ১০ মিনিটে যুবভারতী স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে দু’টি বেশি মেট্রো। প্রথম মেট্রোটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে রাত ১০টা ৭ মিনিটে। দ্বিতীয়টি পৌঁছবে ১০টা ১৭ মিনিটে। তবে দু’টি মেট্রো ছাড়লেও তা সমর্থকদের চিন্তা কতটা কমাবে, তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, রাত ৮টায় শুরু হবে ফুটবল ম্যাচ। অতিরিক্ত সময় নিয়ে খেলা শেষ হতে প্রায় ১০টা। এরপর কার্যত দ্রুত গতিতে ছুটলেও মেট্রো ধরতে পারবেন না দর্শকরা। বিশেষ করে যাদের বসার আসন পড়বে থ্রি, থ্রি-এ বা ফোর গেটে, তাঁদের প্রায় দেড় কিলোমিটার হেঁটে পৌঁছতে হবে মেট্রো স্টেশনে। ফলে পুরো খেলা শেষ করে সাত মিনিটের মধ্যে মেট্রোয় ওঠা বেশ কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু মেট্রোর এই যুক্তিতে খুশি হতে পারছেন না সমর্থকেরা। বারাসতের সবুজ-মেরুন সমর্থক বাবু পাল বলেন, “বাইপাস থেকে বারাসত যাওয়ার প্রচুর বাস রয়েছে। কিন্তু রাত ১০টায় একটাও বাস পাওয়া যাবে না। আমাকে ভরসা করতে হবে ট্রেনের উপরেই। ভেবেছিলাম মেট্রো করে শিয়ালদহে গিয়ে ট্রেন ধরব। কিন্তু মেট্রো যে সময় দিয়েছে, তাতে বেলেঘাটা থেকে কী করে স্টেশনে আসব সেটাই ভাবছি।”