দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। পার্টি চলাকালীন মদ্যপান করিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ।ধৃতরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। ধৃতদের মধ্যে একজন এন্টালি এবং অপর দুজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। টেকনো সিটি থানায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী। প্রত্যেকে একে অপরের পূর্বপরিচিত। চেনা পরিচিতির সুযোগেই ওই যুবকেরা তরুণীকে গণধর্ষণ করে বলেই অভিযোগ।শুক্রবার রাতে নিউটাউনের শাপুরজি আবাসনে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। প্রতি সপ্তাহের মতোই শুক্রবারেও সাপ্তাহিক সেই পার্টিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতা। সেখানে তাঁর অন্য বন্ধুবান্ধবও ছিলেন। অভিযোগ, তরুণীকে মদ খাওয়ানো হয়। নেশাগ্রস্ত হয়ে পড়লে শুরু হয় অত্যাচার বলে অভিযোগ |পরে শনিবার সকালে টেকনোসিটি থানায় গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন তরুণী। তাঁর অভিযোগ, পার্টিতে তাঁকে গণধর্ষণ করা হয়েছে।তরুণীর অভিযোগের ভিত্তিতে যে তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। টেকনোসিটি থানাতেই রাখা হয়েছে তিন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওই তিন জনও তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকুরিরত। শনিবার সকালে অভিযোগ পেয়ে পুলিশ নিউ টাউন এলাকা থেকেই দু’জনকে গ্রেফতার করে। আর এক জনকে পাওয়া যায় এন্টালি এলাকায়। অভিযোগকারী তরুণীও টেকনোসিটি থানাতেই রয়েছেন। তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ।