Breaking News

অবশেষে সম্মতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের,পুজোর মরশুমে বন্দিমুক্তিতে গ্রিন সিগনাল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ‌্য সরকার ও রাজভবনের মধ্যে বন্দিমুক্তি নিয়ে সমস‌্যা মিটল। নবান্নর বন্দিমুক্তির প্রস্তাবে শুক্রবার গভীর রাতে রাজি হল রাজভবন। পুজোর আগে রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দি ৭১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ‌্য সরকার। কিন্তু নবান্নর সেই ইচ্ছাপূরণে ফের বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজভবন।শুক্রবার রাতে রাজ্যের ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়ার রাজ‌্য সরকারের প্রস্তাবে রাজি হয়ে যান রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস।এছাড়া আরও ১৬ জন বিদেশি বন্দি নাগরিককেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে বিবেচনা করে মুক্তির জন্য বলেছেন রাজ্যপাল বোস | এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ‌্যপাল ও নবান্নর মধ্যে সংঘাত হয়েছিল। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মুখ‌্যমন্ত্রী ও রাজ‌্যপালের বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রাজভবন ও নবান্নর সম্পর্ক যেভাবে তলানিতে গিয়েছিল। তার অনেকটাই উন্নতি হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। অনেকটা উন্নতি হয়েছে বলেও মনে করা হচ্ছে।প্রসঙ্গত, এর আগে স্বাধীনতা দিবসের আগে বন্দিমুক্তি ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ দেখা গিয়েছিল। রাজ্যের তরফে যে প্রস্তাবিত বন্দিমুক্তির তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের থেকেও জবাবও চেয়েছিলেন তিনি। রাজ্যের তরফে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সেই সময় ফাইলে অনুমোদন দেননি তিনি। পুজোর মরশুমে রাজ্যের প্রস্তাবিত তালিকা থেকে বিদেশি নাগরিক সহ মোট ৮৭ জন মেয়াদি সাজাপ্রাপ্ত বন্দির মুক্তিতে সম্মতি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।বিভিন্ন সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের আচরণের উপর ভিত্তি করে এই বন্দিমুক্তির তালিকা তৈরি করা হয়। স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসে বন্দিমুক্তির জন্য এই ব্যবস্থা করা হয়। রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে কার আচরণ, কেমন তা বিবেচনা করে দেখে কারা দফতর, স্বরাষ্ট্র দফতর, আইন দফতর ও বিচার ব্যবস্থা দফতর। চারটি দফতর মিলে এই তালিকা তৈরি করে। তারপর সেটি রাজভবনে পাঠানো হয় এবং রাজ্যপাল তাতে অনুমোদন দিলে তালিকা চূড়ান্ত হয়। কিন্তু এবার ১৫ অগস্টের জন্য যে বন্দিমুক্তির তালিকা রাজ্যের তরফে পাঠানো হয়েছিল রাজভবনে, তাতে আপত্তি জানিয়েছিলেন রাজ্যপাল বোস। অবশেষে পুজোর মুখে বন্দি মুক্তিতে সবুজ সংকেত দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *