Breaking News

শুধু রাজ্য সরকার নয়,১ লাখ টাকা পর্যন্ত এবার পুজোর অনুদান দিচ্ছে বিজেপি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুধুমাত্র রাজ্য সরকার নয়, এবার দুর্গাপুজো উদ্যোক্তাদের টাকা দেবে বঙ্গ বিজেপিও | ইতিমধ্যে ১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে থেকে ৪২৫টি পুজো নির্বাচন করা হয়েছে। তবে সেই সংখ্যাটা আরও বাড়বে বলে গেরুয়া সূত্রে খবর।সূত্র মারফত আরও জানা যাচ্ছে, এক একটি পুজো কমিটিকে ৩০-৮০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়ার চিন্তাভাবনা চলছে বঙ্গ বিজেপির। কোনও কোনও পুজো কমিটিকে ১ লাখ টাকা বা তার বেশিও দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।উল্লেখ্য, সামনেই ২৪-এর লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে বাঙালি ভাবাবেগে শান দিতে মরিয়া রাজনৈতিক দলগুলি। রাজ্য সরকারের তরফে গতবছর পুজোর অনুদান ছিল ক্লাব পিছু ৬০ হাজার টাকা। এবার তা এক লাফে ১০ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এবার ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে পুজোর অনুদান দিচ্ছে রাজ্য। লোকসভা ভোটের মুখে এবার পুজোর অনুদানের মাধ্যমে জনসংযোগে আরও জোর দিতে তৎপর বঙ্গ বিজেপি শিবিরও। অনুদানের দিক থেকে পিছিয়ে থাকছে না তারাও। ক্লাব ভিত্তিক হিসেবে কোথায় ৩০ হাজার টাকা, তো কোথাও আবার ৮০ হাজার টাকা করে দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে সূত্রের খবর।বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য এর সঙ্গে রাজনীতিকে মেশাতে চাইছেন না। তাঁর বক্তব্য, “দুর্গাপুজোর সঙ্গে কোনও রাজনীতি নেই। বিজেপি বা বিজেপি-বিরোধী,এখানে আমরা পুজো নিয়ে কোনও রাজনীতি করিনি। কোনও পার্থক্যও চাই না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *