প্রসেনজিৎ ধর :-ফাঁকা বাড়িতে আলমারির তালা ভেঙে লকার থেকে একটি সোনার চেন, চারটি সোনার আংটি, দুটো কানের দুল সহ নগদ ৪৫ হাজার টাকা খোওয়া যায় | অবশেষে পুলিশের তৎপরতায় পুলিশে অভিযোগ জানানোর ১২ ঘণ্টার মধ্যে খোওয়া যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে খানাকুল থানার পুলিশ | ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত জয়রামপুর গ্রামে | এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়রামপুর গ্রামে | পুলিশ সূত্রে জানা গেছে,খানাকুল থানার অন্তর্গত জয়রামপুর গ্রামের বাসিন্দা রামিজুল হক গত ১৫ই অক্টোবর কলকাতায় যান | তিনি রীতিমত তার বাড়ির সব দরজা-জানলা বন্ধ করে তালা লাগিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন | বাড়িতে ফিরে দেখতে পান বাড়ির জানালাটি ভাঙ্গা এবং আলমারি থেকে একটি সোনার চেন, চারটি সোনার আংটি, দুটো কানের দুল সহ নগদ ৪৫ হাজার টাকা খোওয়া গেছে | বিষয়টি তিনি খানাকুল থানায় জানালে খানাকুল থানা অত্যন্ত তৎপরতার সাথে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে | খুব শীঘ্রই উদ্ধারকৃত জিনিসগুলি রামিজুল বাবুর হাতে তুলে দেওয়া হবে | জানা গেছে খানাখুল থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে এই অপারেশন হয় এবং চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার হয় |