Breaking News

তথ্যে কারচুপি করতে প্রাগৈতিহাসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলেন মানিক ভট্টাচার্য!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ওএমআর শিট কারচুপি মামলায় গ্রেফতার পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ইডি। তদন্তকারীদের দাবি, নম্বরে কারচুপি করতে ওএমআর শিটের স্ক্যান কপি রাখা তো দূরের কথা, উলটে প্রাগৈতিহাসিক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা তৈরি করেছিলেন মানিক। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ১০০ বছর আগে তৈরি COBOL নামে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিকিওরিটি বলে কার্যত কোনও বস্তু নেই। ইচ্ছা করলেই বদলে ফেলা যায় ওই ল্যাঙ্গুয়েজে তৈরি যে কোনও তালিকার তথ্য।তদন্তকারীরা জানাচ্ছেন, পরিকল্পিতভাবেই ওএমআর-এর স্ক্যান কপি রাখা হয়নি।ডিজিট্যালি ওএমআর শিটগুলোকে সংরক্ষণ করার জন্য ৫০ বছরের পুরনো প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছিল, সেটা হল COBOL। এটি ব্যবসা সংক্রান্ত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়। ৫০ বছর পুরনো সিস্টেম COBOL। এখন বিলুপ্তপ্রায়। আগে এটি মূলত বিজ়নেস প্রোগ্রামগুলিতে ব্যবহার করা হত। কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও অ্যাডভান্স অনেক প্রোগ্রাম বাজারে এসেছে, যেমন JAVA, C++।সাইবার বিশেষজ্ঞরা বলছেন, COBOL ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন COBOL ব্যবহার করে তথ্য বিকৃত করা যেতে পারে সহজেই। ডিজিট্যালি ওএমআর সংগ্রহে এই প্রোগ্রাম ব্যবহার করা হয়েছিল, যাতে খুব সহজে ওএমআর শিটের ডেটা পরিবর্তন করা যায়। এভাবেই দুর্নীতির ফাঁদ পাতা হয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এইচওডি নন্দিনী মুখোপাধ্যায় বলেন, “মর্ডান ল্যাঙ্গুয়েজে সিকিউরিটি যতটা স্ট্রং, কোবলে সেটা নয়। একটা পদ্ধতি আছে, যেটার মধ্যে দিয়ে কোবলে SQL কোড ঢুকিয়ে ডেটা এডিট করা যায়। টেটে কেন ব্যবহার করা হয়েছে, এরকম কোনও চিন্তাভাবনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে হবে। ডেটা পরিবর্তনের কোনও উদ্দেশ্য যদি থেকে থাকে, তাহলেই কোবল ব্যবহার করা হয়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *