Breaking News

শিক্ষক নিয়োগ দুর্নীতি:সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য গঠিত হল বিশেষ বেঞ্চ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলির জন্য আগেই ডেডলাইন স্থির করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়ে শীর্ষ আদালত ৬ মাস সময়সীমা বেঁধে দিয়েছে মামলাগুলির শুনানি শেষ করার জন্য। গতকালই এই বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম। এবার সেই এসএসসি নিয়োগ মামলার শুনানির জন্য গঠন করা হল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে পাঠানো হল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। এসএসসি মামলার শুনানির জন্য শুক্রবার এই ডিভিশন বেঞ্চ গঠন করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্দেশ দেন, ২ মাসের মধ্যে যাবতীয় তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। এই মামলাগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ৬ মাসের মধ্যে হাইকোর্টকে সমস্ত মামলার শুনানি শেষ করে রায়দান করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের কথা উল্লেখ করে শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম। এব্যাপারে প্রধান বিচারপতিকে পদক্ষেপ করার অনুরোধ করেন তিনি। এর পরই ২ সদস্যের ডিভিশন বেঞ্চ গঠন করে মামলাগুলি সেখানে পাঠানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো দেখছেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিপ্রার্থীরা। তাঁদের আশা, আদালতের নির্দেশের পর কয়েক মাসের মধ্যেই মামলাগুলির একটা হিল্লে হবে। শেষ হবে তাঁদের অপেক্ষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *