প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শুক্রবার খাস কলকাতায় এই ঘটনা ঘটেছে। এদিন সকাল পৌঁনে ৯টা নাগাদ দুই যুবকের মধ্যে গন্ডগোল বাধে চিৎপুরে। অভিযোগ, এরপরই এক যুবককে অপরজন কোপাতে শুরু করেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সিতে পর্যন্ত ছিটকে যায় সেই রক্ত। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম শেখ দুলারা। ২৯ বছর বয়স। কাশীপুর রোড এলাকার বাসিন্দা তিনি।অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কে এল দাস রোডে দুই যুবক নেশা করে রাতে সেখানেই শুয়েছিল। সকালে উঠে নেশার ভাগ নিয়ে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। প্রথম থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। আচমকাই একজন ধারালো অস্ত্র দিয়ে অপরজনকে কোপাতে শুরু করে। আহত বছর উনত্রিশের শেখ দুলারা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। হাতে, গলায় কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকা থেকে শিবু বলে একজনকে আটক করেছে। পুলিশি জেরায় শিবু জানিয়েছে, সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তবে কি খুনি পলাতক? নাকি শিবুই আসল দোষী? কিছুটা ধন্দে পুলিশও। এলাকাবাসী ও শিবুর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে আসল দোষীর সন্ধানে শুরু করেছে পুলিশ।কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে চিৎপুর থানার পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখাও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তাঁরা। ওই যুবককে নৃশংসভাবে কোপানো হয়েছে বলে অভিযোগ। কোনও শত্রুতার কারণে এই ঘটনা নাকি অন্য কোনও কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তবে প্রকাশ্যে দিনের আলোয় এমন ঘটনায় নিরাপত্তাহীনতার কথা বলছেন এলাকাবাসী।