Breaking News

২৪ ঘণ্টাতেই কিনারা তারদহে বৃদ্ধ খুনের! কলকাতায় বৃদ্ধকে পিটিয়ে খুনে গ্রেপ্তার ভাগ্নি জামাই

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেএলসির তারদহের খুনের কিনারা। ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করল কেএলসি থানার পুলিস। খুনের ঘটনায় গ্রেফতার নিহতের ভাগ্নে জামাই। ধৃতের নাম জাকির শেখ। জানা গিয়েছে, স্ত্রীর বাপের বাড়িতে থাকতেন জাকির। ধৃতের দাবি, বিভিন্ন সময় মামা শ্বশুর ভোলা শেখ তাকে মারধর করতেন। গালিগালাজ করতেন। সেই আক্রোশ থেকেই এই খুন। আজ তাকে পেশ বারুইপুর এসিজেএম আদালতে।সোমবার ভোরে চা খেতে বেরিয়ে রাস্তার উপরেই পিটিয়ে খুন হন বছর সাতষট্টির ভোলা শেখ। তিনি পেশায় জনমজুর। শরিকদের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল, তা থেকেই খুন কি না, সেই প্রশ্ন উঠেছিল। পরে জানা যায়, ভোলা শেখের ভাগ্নির সঙ্গে তাঁর স্বামীর ঝামেলা চলছিল। তাঁরা দুজনে এসে মামারবাড়িতে এসে থাকছিলেন। অশান্তির জেরে ভাগ্নি জামাই জাকিরকে বকাঝকাও করেছিলেন ভোলা শেখ। সেই আক্রোশ থেকেই মামাশ্বশুরের উপর প্রতিশোধ নিতে খুন করে সে। পুলিশের জেরায় জাকির এমনই জানিয়েছে বলে দাবি।খুনের পর জাকির দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছে ধোপাগাছি এলাকায় নিজের ভাইয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বারুইপুরের ওই এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ। তবে এই ঘটনায় অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারির নিঃসন্দেহে জেলা পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *