প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের শহরে পথ দুর্ঘটনা | বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ডহারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। আজ সকালে গাড়ির ধাক্কায় রাস্তার পাশে মোটরবাইক নিয়ে উল্টে পড়েন এই আরোহী। তবে গাড়িটি তারপর পিষে দিয়ে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে খবর, আজ শনিবার সকালে বেহালার সখেরবাজারে ডায়মন্ড হারবার রোডে একটি গাড়ি তীব্র গতিতে যাওয়ার সময় মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে। তখন ওই মোটরবাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়। আর গাড়িটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। এই ঘটনা নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। তখন সেখান দিয়ে পুলিশ টহল দিতে গিয়ে মোটরবাইক আরোহীকে পড়ে থাকতে দেখে। আর দ্রুত তাঁকে বাঁচাতে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃত মোটরবাইক আরোহীর নাম শুভদীপ বিজলি (৩০)। তিনি মহেশতলার ময়নাগড় এলাকার বাসিন্দা। পেশায় মিস্ত্রী ছিলেন। আজ সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। মারাত্মক জখম মোটরবাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শুভদীপ বিজলি পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন। মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা। ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন এই যুবক শুভদীপ। তখন তীব্র গতিতে আসা অন্য কোনও গাড়ি মোটরবাইকে ধাক্কা মারে বলে মনে করা হচ্ছে। আর সেটা নিশ্চিত হতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal