দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সব ঠিক থাকলে বুধবারই অস্ত্রোপচার হতে চলেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এখন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই তাঁর কাঁধের নীচে অস্ত্রোপচার হওয়ার কথা।মদন এখন শারীরিক ভাবে দুর্বল। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০ জন চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডই অস্ত্রোপচারের বিষয়টি খতিয়ে দেখছে। আপাতত স্থির হয়েছে, শরীর ঠিক থাকলে, বুধবার হতে চলেছে অস্ত্রোপচার।গত কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও, পরে তৈরি হয় নতুন বিপত্তি। হাড় ভেঙে গিয়েছে কামারহাটির বিধায়কের। চিকিৎসকেরা তাই বিধায়কের অস্ত্রোপচার করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, বুধবারই হবে তাঁর অস্ত্রোপচার। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হবে। গত বৃহস্পতিবার রাতে আচমকা অবস্থার অবনতি হয় তাঁর। হঠাৎ খিঁচুনি শুরু হওয়ার পর কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের।সিসিইউ-তে নিয়ে যাওয়ার সময় খিঁচুনিতে আচমকা তাঁর কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। তারপর থেকেই সিসিইউ-তেই আছেন তিনি। সেই রাতে বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছিল তাঁকে। তবে অক্সিজেনের মাত্রা আপাতত স্থিতিশীল রয়েছে। উন্নতি হয়েছে শারীরিক অবস্থার।