Breaking News

বড়দিনের শহরে রাস্তা আটকে কেকের পসরা বসানো যাবে না !জরিমানার সিদ্ধান্ত কলকাতা পুরসভার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
হাতে আর এক সপ্তাহ বাকি নেই । রাজ্যজুড়ে পালিত হবে ‘‌বড়দিন’‌ অর্থাৎ যিশু খ্রীষ্টের জন্মদিন। সুতরাং এখন থেকে ফেস্টিভ মুড শুরু হয়ে গিয়েছে। আর এখন কেক–পেস্ট্রির বাজার। এসব কিনতে মানুষ ভিড় করছেন নিউ মার্কেট থেকে শুরু করে গড়িয়াহাটে। কিন্তু রাস্তার উপর কেকের পসরা সাজিয়ে বসে ব্যবসা করার জেরে পথচলতি মানুষজন বেজায় অসুবিধার মধ্যে পড়ছেন। অভিযোগ পাওয়ার পর এবার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।দোকান যতটুকু, ব‌্যবসা করছেন তার দ্বিগুণ জায়গা নিয়ে। সামনে টেবিল সাজিয়ে বড়দিনের কেকের পসরা। যার জেরে হাঁটাচলা করতে পারছেন না পথচারীরা। তল্লাশি শুরু করল কলকাতা পুরসভা। এভাবে ব‌্যবসা করলে দোকান মালিকদের দিনপিছু ৫০০ টাকা করে জরিমানা করবে পুরসভা। অর্থাৎ মাসে দিতে হবে ১৫ হাজার টাকা।দোকানের জায়গার বাইরে ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। রাস্তা আটকে কেকের পসরা বসানো যাবে না। এই নির্দেশ জারি করেছে কলকাতা পুরসভা। তবে শুধু নির্দেশিকা জারি করেই থেমে থাকেননি কলকাতা পুরসভার অফিসাররা। তাই জোরদার তল্লাশি শুরু হয়েছে তিলোত্তমার রাজপথে। অন্যদিকে এই ৫০০ টাকা একবার দিলেই হবে না | প্রত্যেকদিন ৫০০ টাকা দিতে হবে রাস্তা দখল করে ব্যবসা করার জন্য। এক্ষেত্রে মাসে মোট জরিমানার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ১৫ হাজার। যা ব্যবসায়ীরা দিতে গিয়ে চাপে পড়বেন। ফলে তাঁরা রাস্তা আটকে ব্যবসা করবেন না। এই বিষয়ে মেয়র পারিষদ সদস্য (‌বাজার)‌ আমিরুদ্দিন ববি বলেন, ‘‌নিয়ম অনুযায়ী যতটুকু দোকান তার মধ্যেই ব্যবসা করতে হবে। দোকানের বাইরে রাস্তা আটকে টেবিল রেখে কেকের পসরা সাজিয়ে ব্যবসা করা যাবে না। পথে হাঁটতে পারবেন না মানুষজন, এটা হতে পারে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।’‌এই কাজ করলে দোকান মালিককে প্রথমে নোটিশ দেওয়া হবে। আর কলকাতা পুরসভা যে নিয়ম জানাচ্ছে তা না মানলে ৫০০ টাকা প্রত্যেকদিন জরিমানা করা হবে। এভাবে ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগ শুনে ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। কারণ তিনি নিজে হাঁটতে গিয়ে সমস্যায় পড়েন রাস্তায়। খাদ্যভবনের সামনে যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে তা দেখে ক্ষোভপ্রকাশ করেন মেয়র। আর তারপরই কলকাতা পুরসভার বাজার বিভাগের অফিসারদের পদক্ষেপ করতে বলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *