দেবরীনা মণ্ডল সাহা :- ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিবর্তে এবারে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি | এই বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বরিস জনসনের | কিন্তু ডিসেম্বরে ব্রিটেনে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়ায় পরিস্থিতির নজর দিতে এখন ভীষণ ব্যস্ত বরিস সরকার, আর তাই ভারত–সফর বাতিল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী | জানা গেছে, ইতিমধ্যেই নাকি তাঁর ভারতে না আসতে পারা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন বরিস জনসন | মোদীকে ফোনে দুঃখপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলে ও সূত্রের খবর | তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে এ বছর থাকছেন সুরিনাম প্রজাতন্ত্রের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি | দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্বে অবস্থিত সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত এই প্রেসিডেন্ট |
চন্দ্রিকাপ্রসাদ দিল্লিতে ২৬ জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর পাশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে | সুরিনাম একসময় ডাচ উপনিবেশ ছিল | এই দেশের মোট জনসংখ্যার প্রায় ২৭.৪% ভারতীয় | ২০২০ সালেই তাঁর দল প্রোগ্রেসিভ রিফর্ম পার্টি ক্ষমতায় এসেছে | তারপর জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন চন্দ্রিকাপ্রসাদ | প্রসঙ্গত উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিদেশমন্ত্রক আয়োজিত ভার্চুয়াল মাধ্যমে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে দেখা গিয়েছিল এই চন্দ্রিকাপ্রসাদকে | সেখানে ভিসা ছাড়া ভারত সুরিনাম এই দুই দেশের নাগরিকদের অবাধ যাতায়াতের প্রস্তাব দিয়েছিলেন তিনি | এর পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করারও বার্তা দিয়েছিলেন তিনি | এরপরেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় বলে সরকারি সূত্রে খবর |