দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ। গান পয়েন্টে রেখে নিতিন সাউ নামে এক ব্যবসায়ীকে অপহরণ হরিদেবপুরে। অপহরণের পর ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর কবরডাঙা মোড়ে পানশালার সামনেই। মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে অপহরণের অভিযোগ। তাও আবার খাস কলকাতায়। হরিদেবপুর থানা এলাকায় কবরডাঙা মোড়ে এক পানশালার সামনে থেকে অপহরণ করা হয় ব্যবসায়ীকে। আর এই গোটা কাণ্ডটি ঘটানো হয়েছে অত্যন্ত প্ল্যানিং করে। পানশালার বাইরে তৈরি রাখা হয়েছিল একটি স্করপিও গাড়ি। গাড়ির সামনে ড্যাশবোর্ডে লাগানো ছিল একটি বোর্ড। সেই বোর্ডে লেখা ছিল ‘পুলিশ’। আর সেই ‘পুলিশ’ লেখা একটি গাড়িতেই ব্যবসায়ীকে তুলে অপহরণ করে অভিযুক্তরা।শুক্রবার রাত তখন প্রায় সাড়ে দশটা। নীতিন শা নামে ওই ব্যবসায়ীকে পানশালার সামনে থেকে অপহরণ করে পাঁচ জন অপহরণকারী। একেবারে গান পয়েন্টে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এদিকে ঘটনার পর পরই পদক্ষেপ করে হরিদেবপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও মোবাইল লোকেশন ট্র্যাক করে ওই স্করপিও গাড়ির খোঁজ শুরু করে পুলিশ। এদিকে পুলিশ ধাওয়া করেছে, তা বুঝতে পেরে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে গাড়ির মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায়। অপহৃত ব্যবসায়ী নীতিন শা-কে ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাড়িটিকেও।এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া আরও কারা কারা এই অপহরণকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিস।