দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কাদাপাড়া জুটমিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। আরও কয়েকটি ইঞ্জিন নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের। সকাল ৭.৪৫ নাগাদ জুটমিলের ৩ নম্বর গুদাম থেকে আগুন ছড়ায়। দাউদাউ করে জ্বলছে জুটমিলের একাংশ। প্রচুর কাঁচা পাট মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মঙ্গলবার সকালে বাইপাস সংলগ্ন জুটমিলের গুদামে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। মাত্র কিছুক্ষণের মধ্যে গোটা গুদামঘরটিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে আগুন নেভানোর কাজ।কীভাবে ওই গুদামঘরে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
আপাতত আগুন নেভানোই মূল লক্ষ্য দমকল কর্মীদের। কয়েক লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত শ্রমিকরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। গোটা এলাকা ঢেকে গেছে সাদা ধোঁয়ায়। পাশে ঘনবসতি অঞ্চল হওয়ার কারে অত্যন্ত তৎপরতার সঙ্গে দমকলকে কাজ করতে হচ্ছে। বেলেঘাটা ইএম বাইপাসের ধারে কাদাপাড়া এলাকায় ওই জুটমিল রয়েছে। জুটমিলের অনেকগুলি গুদামঘর। সবকটিতেই কাঁচা পাট বা পাটের জিনিস মজুত থাকে। এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা ঘটেনি।