Breaking News

সঙ্গীত জগতে নক্ষত্রপতন!প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৭৩ বছর বয়সেই প্রয়াত বিখ্যাত গায়ক পঙ্কজ উদাস। দীর্ঘদিন ধরেই শারিরিক অসুস্থায় ভুগছিলেন এই বিখ্যাত গায়ক। ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি ছবির গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ।সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ে এক বিবৃতিতে বলেছেন, “খুব ভারাক্রান্ত হৃদয়ের সাথে জানাচ্ছি, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪, পদ্মশ্রী পঙ্কজ উধাস দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন।” তাঁর অনন্য অবদান হিন্দি সিনেমা এবং ভারতীয় পপ মিউজিকে নজিরবিহীন।‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজ়রে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনকাব’— পঙ্কজ উধাসের গাওয়া সব গজ়ল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে জন্ম পঙ্কজ উধাসের। কেশুভাই উধাস ও জিতুবেন উধাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ। পরিবারসূত্রেই তাঁর সঙ্গীতে হাতেখড়ি। সন্তানদের সঙ্গীতের প্রতি উৎসাহ দেখে কেশুভাই তাঁদের রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। পরবর্তী সময়ে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে পঙ্কজ মুম্বই চলে আসেন। সিনেমার গানে তাঁর অভিষেক হয় ‘হম তুম ওউর ওহ’ ছবির মাধ্যমে। তার পর ‘উৎসব’, ‘প্রেম প্রতিজ্ঞা’র মতো ছবিতে কণ্ঠ দেন। তবে ১৯৮৬ সালে নাম ছবিতে তাঁর গাওয়া ‘চিঠঠি আয়ি হ্যায়’ গানটি যেন তাঁকে জনপ্রিয়তা শিখরে পৌঁছে দেয়। তার পর ১৯৯১ সালে ‘সাজন’ ছবির ‘জিয়ে তো জিয়ে’ গানটিও তাঁর কেরিয়ারের অন্যতম হিট।গজল সিঙ্গারের প্রয়ানে শোকস্তব্ধ বলিউড। গায়ক সোনু নিগম শোকবার্তা জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনু লিখেছেন, ‘আমার শৈশবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গিয়েছে। শ্রী পঙ্কজ উধাসজি, আমি আপনাকে চিরকাল মনে রেখে দেব। আপনি আর নেই, আমার মন মানছে না। ওম শান্তি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *