প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকভোটের আগে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিশ | গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকায় হানা দেয়। সেখান থেকে এনামুল শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কোনও অপরাধমূলক কাজ করার জন্য ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। বিমানবন্দর থানা পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত দুষ্কৃতী নিউটাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। ধৃতকে এদিন ব্যারাকপুর আদালতে তোলা হলে ধৃতকে ১৪ দিনের হেফাজতে চাওয়ার আবেদন জানায় পুলিশ । হেফাজতে পেলে তার থেকে জানার চেষ্টা করা হবে তিনি কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন। কী পরিকল্পনা ছিল তার। কেন এয়ারপোর্ট সংলগ্ন কৈখালি অঞ্চলে ঘোরাঘুরি করছিলেন তিনি তাও জানার চেষ্টা করছে পুলিশ |
Hindustan TV Bangla Bengali News Portal