দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের রাতের কলকাতায় খুন। ফুলবাগানে কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে রবিবারে রাতে এক যুবককে খুন করা হয়। ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।নিহত তরুণের নাম নীতীশ রবি দাস। বছর আঠারোর তরুণের বাবা কলকাতা পুরসভার সাফাইকর্মী। পুলিশ সূত্রের খবর, ফুলবাগানে পুরসভার কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন নীতীশ |কাঁকুড়গাছির একটি ড্রাই ফ্রুটসের দোকানে কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো রবিবার রাতে খাওয়াদাওয়ার পর কোয়ার্টারের ছাদে ঘুমোতে যান তিনি। রাত ১২ টা নাগাদ ছাদে পৌঁছয় আকাশ হরি নামে ওই কোয়ার্টারেরই এক আবাসিক। সেসময়ই আকাশের সঙ্গে নীতীশের বচসা বাঁধে।অভিযোগ, ছাদ থেকে নিচে নীতীশের জলের বোতল ফেলে দেয় আকাশ। তা নিয়ে দুজনের মধ্যে বচসার সূত্রপাত। এরপর তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, তর্কাতর্কির মাঝে ছুরি দিয়ে নীতীশের উপর হামলা চালায় আকাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীতীশ।তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে চিকিৎসক নীতীশকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা।এক্ষেত্রে আগে থেকেই উভয়ের মধ্যে কোনও পুরনো শত্রুতা ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে ফুলবাগান থানার পুলিশ। নীতিশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। অভিযুক্ত যুবক বেকার। নিহত যুবক ও অভিযুক্ত, উভয়ের বাবাই কেএমসি-তে সাফাইকর্মীর কাজ করেন।ঘটনার পরই পালিয়ে যায় আকাশ। এরপর সোমবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রও। শুধুমাত্র বোতল ফেলে দেওয়া নিয়ে বচসা নাকি খুনের পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।