Breaking News

ফের করোনা আক্রান্তের হদিশ মিলল রাজ্যে, কলকাতায় নয়া ‘ত্রাস’ KP2 সাবভ্যারিয়ান্ট-এ সংক্রামিত ৫!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-করোনার নতুন ভ্যারিয়েন্ট কেপি.২ এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁয়েছে। এরই মধ্যে আবার বাংলায় নতুন করে করোনা রোগীর সন্ধান মিলল। যদিও স্বস্তির বিষয় এই, ৫ জন আক্রান্তের মধ্যে বর্তমানে ২ হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা বাড়ি ফিরে গেছেন। উল্লেখ্য, মার্চ মাস থেকেই মহারাষ্ট্রে শুরু হয়েছে কোভিডের সংক্রমণ।কলকাতাতেও গত ৭ দিনে ৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনার নতুন উপপ্রজাতি KP2-এর প্রকোপ বাড়বাড়ন্ত। তারমধ্যেই কলকাতায় নতুন করে করোনার সংক্রমণের খবরে উদ্বেগ ছড়িয়েছে। বেলভিউ হাসপাতালে ৫ রোগী বিভিন্ন অপারেশনের জন্য এসেছিলেন। তাদের রুটিন কিছু টেস্ট করানো হয়। এখন কোভিড পিরিয়ডের পর থেকে কোনও অপারেশন হলে রুটিন টেস্টের মধ্যে করোনার টেস্টও করানো হয়ে থাকে। সেই রুটিন টেস্টের রিপোর্ট আসতেই দেখা যায় যে, ৫ জন-ই কোভিড পজিটিভ। তবে তাঁরা করোনার কোন ভ্যারিয়ান্টে আক্রান্ত, সেই বিষয়ে জানা যায়নি। কারণ সেই টেস্ট করতে হলে জিনের বিশেষ পরীক্ষা করতে হয়। যা খরচ ও সময়সাপেক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ৫ জনের মধ্যে ৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২ জন। তবে এদের যে KP2 হয়েছে, এমনটা নয়। এদের অপারেশন হয়েছে। আর সেই কারণেই এরা ভর্তি আছে। অপারেশনের পর সুস্থ হয়ে উঠলেই আর পরবর্তী করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই, তাঁদের ছেড়ে দেওয়া হবে। ওই হাসপাতাল সূত্রে খবর, বিভিন্ন অস্ত্রোপচার করার আগে রুটিন পরীক্ষা করার সময়ই ওই রোগীদের করোনা সংক্রমণ ধরা পড়ে৷ চিকিৎসকরা অবশ্য জানাচ্ছেন, করোনা আক্রান্তের খোঁজ মিললেও এখনই আতঙ্কের কারণ নেই৷ মহারাষ্ট্রে মার্চ মাস থেকে এখনো পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *