দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের এক অভিনেত্রীর আত্মহত্যা ঘিরে টেলিপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হল। সুস্মিতা দাস নামে এক উঠতি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় হরিদেবপুর থানা এলাকায় তাঁর বাড়ি থেকে। ওই অভিনেত্রীর বয়স ২১। বাড়ি পূর্ব মেদিনীপুরের সুতাহাটায়। সিরিয়ালে ছোটখাটো অভিনয় করতেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাঁর প্রশিক্ষক সঞ্জয় নস্কর যখন তাঁর ভাড়া বাড়িতে আসেন, তখন দেখেন ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন অভিনেত্রী। তারপরেই পুলিশকে খবর দেন। ইতিমধ্যে এই ঘটনায় এই সঞ্জয় নস্করকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় প্রায় পাঁচ বছর ধরে এখানে ভাড়া থাকতেন সঞ্জয় নস্কর। যেহেতু তিনি অভিনয়ের শিক্ষক ছিলেন। সে কারণে প্রায় সময়ই তাঁর বাড়িতে অনেক ছেলেমেয়েরা যাতায়াত করতেন। সুস্মিতা দাসও তাঁর বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতেন। এমনকি রাতেও থেকে যেতেন সুস্মিতা।পুলিশি সূত্রে খবর, মৃতার ঘর থেকেই একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই চিঠিতে তাঁর এই পরিণতির জন্য ‘মাস্টারে’র বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। এখানে অডিশনও হত। গত ৫-৬ মাস ধরে ওই তরুণীর যাতায়াত ছিল হরিদেবপুরের এই ফ্ল্যাটে। পাশাপাশি, সঞ্জয় নস্করের সঙ্গে তরুণীর সম্পর্কের কথাও শোনা গিয়েছে। ঘটনায় ওই মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, দরজার ছিটকানি ভিতর থেকে তোলা ছিল। ‘সঞ্জয় এসেই দেহ উদ্ধার করে। তবে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই অভিনয় প্রশিক্ষককে।