Breaking News

এগোচ্ছে ঘূর্ণিঝড়!’রেমাল’-এর দাপট এড়াতে বড় সিদ্ধান্ত, টানা ২১ ঘণ্টা স্তব্ধ দমদম বিমানবন্দর

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বঙ্গোপসাগরে শক্তি আরও বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল| চূড়ান্ত সতর্কতা দিকে-দিকে। বহু ট্রেন বাতিল করে দিয়েছে রেল। এবার ঘূর্ণিঝড় সতর্কতায় বেনজির সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষেরও। একটানা ২১ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্জর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের এলাকাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিবেচনা করে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের জন্য রবিবার ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত দমদমে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, একটানা ২১ ঘন্টা বিমান ওঠা-নামা বন্ধের জেরে একধাক্কায় মোট ৩৯৪ টি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৪০টি বিমান ডোমেস্টিক এবং ৫৪ টি আন্তর্জাতিক বিমান রয়েছে|ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতা এবং পাশ্ববর্তী এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী হয়রানি এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়ার দুর্যোগের জন্য এত দীর্ঘসময় বিমান পরিষেবা বন্ধ রাখার নজির কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিককালে নেই। এদিকে, ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে বহু লোকাল ট্রেনও বাতিল করেছে পূর্ব রেল। শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সঙ্গে আজ রবি ও আগামিকাল সোমবারেও হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই তৎপরতা নিয়েছে পূর্ব রেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *