দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হল উড়ান পরিষেবা। দমদম বিমানবন্দর থেকে প্রথম বিমানটি রওনা হয়েছে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে। এছাড়া আরও পর পর বেশ কয়েকটি বিমান ধরার জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। চালু হয়েছে আন্তর্জাতিক উড়ানও। তবে সব বিমানই কিছুটা দেরিতে চলছে বলে জানায় দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রেমালের দাপট থেকে সুরক্ষার স্বার্থে রবিবার দুপুর থেকেই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বড় দুর্যোগ কাটতেই সোমবার সকাল থেকে ফের চালু হয়েছে পরিষেবা। এদিন সকালেও দেখা গেল, দমদমের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর জলে টইটম্বুর। রানওয়েও জলমগ্ন ছিল। তবে তার মধ্যেও উড়ান পরিষেবা স্বাভাবিক করতে তৎপর ছিল কর্তৃপক্ষ। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টা নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় বিমানবন্দর।সোমবার সকাল ৮টা ৫৯ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে প্রথম উড়ান ছাড়ে। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ইন্ডিগোর বিমানটি রওনা হয়। আর কলকাতায় নামা প্রথম বিমানটি আসে গুয়াহাটি থেকে সকাল ৯টা ৫০ মিনিটে। এছাড়া চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদগামী বিমান চলাচলও শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, জমে যাওয়া জল দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করতে যত দ্রুত সম্ভব কাজ করা হচ্ছে।যাত্রীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এদিনের ফ্লাইটে যাত্রা করবেন, তাদের বিমানবন্দরে আগেভাগেই পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ঝড়ের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে।