প্রসেনজিৎ ধর, কলকাতা :- অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইকোপার্ক থানার অন্তর্গত রাম মন্দির এলাকায়। ব্যক্তির নাকে, মুখে ও হাটুতে রক্তের দাগ রয়েছে বলে খবর। দেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, মাঝ বয়সি ওই মৃত ব্যক্তির এখনও পর্যন্ত নাম ও পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত রাতের অন্ধকারে কেউ তার ক্ষতবিক্ষত দেহ নিউটাউনে ফেলে দিয়ে গিয়েছে। সেই দুষ্কৃতীদের খোঁজ চলছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রাতঃভ্রমণ করতে এসে খালপাড়ে ফেলে দেওয়া তোষকের উপর রক্তমাখা নিথর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। মৃতের পরনে ছিল হাফপ্যান্ট। আর দেহের উপর অংশে ফাঁকা। নাক, মুখ ও হাঁটু থেকে রক্তের দাগ দেখা যায়। সঙ্গে সঙ্গে ইকোপার্ক থানার পুলিশকে খবর দেওয়া হয়। এর পর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।তবে কীভাবে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হল, কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্যত্র মেরে নির্জন জায়গা বুঝে খালপাড়ে দেহটি ফেলে দিয়ে গিয়েছে।এই বিষয়ে শুকদেব মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, ‘সকালে এসে দেখি ৪-৫ জন এখানে জড়ো হয়ে রয়েছেন। আমি গিয়ে দেখি একজন পড়ে রয়েছেন। দেখে মনে হচ্ছিল মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের সম্পাদক ও কিছু সদস্যকে ফোন করি। খবর পেয়ে তাঁরাও আসেন। তারপর থানাতেও ফোন করা হয়।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ বা কারা ওই ব্যক্তিকে অন্যত্র খুন করে নির্জন জায়গা দেখে এখানে দেহ ফেলে গিয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। একইসঙ্গে ওই ব্যক্তির পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমণকারীদের মধ্যেও ছড়িয়েছে চাঞ্চল্য।