Breaking News

কলকাতা বিমানবন্দরে এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্ক!তড়িঘড়ি যাত্রীদের নামানো হল বিমান থেকে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, এদিন কলকাতা থেকে পুণে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে (আই৫-৩১৯ ) বোমাতঙ্ক ছড়ায়। লাগেজ চেকের সময় পুনেগামী বিমানের যাত্রী দাবি করেন তাঁর ব্যাগে বোমা রয়েছে।স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় বিমান ও বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয়েছে ওই যাত্রীকে।জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে ব্যস্ততা ছিল তুঙ্গে। ঘড়ির কাঁটায় ১০ টা নাগাদ এয়ারএশিয়ার পুনেগামী বিমানের যাত্রীদের লাগেজ চেকিং চলছিল। সূত্র মারফত জানা গিয়েছে, সেই সময় এক যাত্রী দাবি করেন তাঁর ব্যাগে বোমা রয়েছে। স্বাভাবিক প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমেই ওই যাত্রীকে আটক করা হয়। ফাঁকা করে দেওয়া হয় বিমানটি। কিন্তু ব্যাগে আদৌ বোমা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই যাত্রীকে জেরা করা হচ্ছে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। তাঁরা সংশ্লিষ্ট বিমানটি পরীক্ষা করে দেখছেন কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কিনা। প্রসঙ্গত, এপ্রিলের শেষদিকে পরপর দুবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয় বলে। তারপরই CISF জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *