Breaking News

বড় সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশের জালে ৬ চোরাই মোটরবাইক সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী

প্রসেনজিৎ ধর, হুগলি:-চোরাই মোটর বাইক সহ পুলিশের জালে ধরা পড়ল ৪ দুষ্কৃতী |পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রজত দে,সুকুমার দাস,বিশ্বজিৎ দাস ও বান্টি উপাধ্যায় |রজত ছাড়া বাকি সবাই হুগলির বাসিন্দা | একমাত্র রজত হাওড়ার বেলুড়ের বাসিন্দা |জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই হুগলির বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির অভিযোগ উঠছিল |সেই মতো পুলিশ তদন্ত শুরু করে |গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর পিএস এবং চন্দননগর পুলিশ কমিশনারেট-এর ডানকুনি পিএসের যৌথ দল এইচপিসি, হুগলি গ্রামীণ এবং সিপিসি এলাকায় অভিযান চালিয়ে এই চার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে |তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে |পাশাপাশি অভিযুক্তদের মধ্যে এক অভিযুক্ত সুকুমার দাস স্বীকার করেছে বাইক ছাড়াও শ্রীরামপুরের চাতরায় সোনার চেনও ছিনতাই করেছে | পুলিশ জানিয়েছে এদের সাথে আরও অন্য কেউ জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *