Breaking News

বৃষ্টি থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয়,গল্ফগ্রিনে গাছ ভেঙে মৃত্যু রিকশা চালকের!এলাকায় চাঞ্চল্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার রাস্তায় বৃষ্টিতে গাছ পড়ে মৃত্যু হল এক জনের। মৃত পেশায় রিকশাচালক। শুক্রবার সকালে বৃষ্টির সময় রাস্তার ধারে রিকশায় বসেছিলেন তিনি। সেই সময়েই তাঁর রিকশার উপর ভেঙে পড়ে একটি গাছ।গল্ফগ্রিনের রাস্তার দুধারে দীর্ঘদিন ধরে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। তারই মধ্যে শুক্রবার সকালে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গাছের ডাল পালা ভেঙে পড়ে গোটা রিকশাটাই চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। ডালপালা সরিয়ে রিকশা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ভদ্রলোক এই এলাকাতেই রিকশা চালান।পুলিশ জানিয়েছে, মৃতের নাম অলোক কয়াল। বয়স ৪২ বছরের কাছাকাছি। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এক প্রত্যক্ষদর্শী বলছেন, “আমরা চোখের সামনে দেখছি, ওই ভদ্রলোক, সবেমাত্র রিকশা চালিয়ে ওই কৃষ্ণচূড়া গাছের নীচে এসে দাঁড়ান। একটু বিশ্রাম নেওয়ার জন্য। তিনি সবে বসেন। আর হঠ্ করেই গাছের একটা বড় ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রিকশার ওপর। তাঁর মাথার ওপরেই ডালটা পড়ে।”স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাছগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না। ফলে গাছের ডাল ঝুলে নীচে চলে আসে। তাতে অনেক ক্ষেত্রে বড় গাড়ি যেতে গেলে, ডাল ছুঁয়ে যায়। এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা।ঘটনার পরপরই ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, ”গল্ফগ্রিনে একাধিক গাছ এমন রয়েছে, যেগুলোর ডালপালা কাটতে হবে। পুরনো গাছ যে কোনও সময় ভাঙতে পারে। দেবাশিষ কুমারকে জানিয়েছি। মৃতের পরিবারের পাশে থাকব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *