দেবরীনা মণ্ডল সাহা :-বিশ্বকাপ ফাইনালে পান্ডিয়াকে দেখা গিয়েছিল নতুন লুকে। এমনিতে তাঁকে চাপ দাড়িতেই দেখা যায়। তবে ফাইনালে দেখা গেল পান্ডিয়া গোঁফ রেখেছেন, দাড়ি কামিয়ে ফেলেছেন।সেই পান্ডিয়া বিশ্বকাপ শেষেই পেলেন বিরাট উপহার। তিনি এখন বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার।সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছিল তাঁকে। সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল। পরিস্থিতি আরও কঠিন হয়েছিল কারণ, প্লেয়ার হিসেবেও পারফর্ম করতে পারছিলেন না হার্দিক। সদ্য ঘোষিত আইসিসি অলরআউন্ডারদের তালিকায় দু-ধাপ উন্নতি হয়েছে তাঁর। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে সরিয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতের বিশ্বজয়ের অন্যতম হিরো হার্দিক পান্ডিয়া।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দুরন্ত বোলিং করেন পান্ডিয়া। মিলারকে আউট করেন। ভারতের বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন পান্ডিয়া।বিশ্বকাপে ১৪৪ রান করেছেন করেছেন হার্দিক পান্ডিয়া। বেশির ভাগই ক্রাইসিস মোমেন্টে। স্ট্রাইক রেট ১৫০-এরও বেশি। পাশাপাশি টুর্নামেন্টে নিয়েছেন ১১টি উইকেটও।
Hindustan TV Bangla Bengali News Portal