নিজস্ব সংবাদদাতা :- সিবিআইয়ের নোটিসের জবাব দিলেন অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা | জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে সময় দিলেন রুজিরা | কয়লাকাণ্ডে রবিবারই তাঁকে নোটিস পাঠায় সিবিআই |
সোমবার সকাল ১০টার কিছু পরে তারই উত্তরে পাল্টা চিঠি দেন অভিষেক-পত্নী | কয়লাপাচার কাণ্ডে রবিবারই তৃণমূল সাংসদ অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে নোটিস পাঠায় সিবিআই | কালীঘাটে অভিষেকের শান্তিনিকেতন বাড়িতে গিয়ে সে নোটিস দিয়ে আসেন তদন্তকারীরা | যদিও সে সময় বাড়িতে অভিষেক বা রুজিরা ছিলেন না | এদিন নিজাম প্যালেসের ঠিকানায় রুজিরার জবাবি চিঠির শুরুতেই উল্লেখ, “২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে আমি আপনাদের একটি চিঠি পেয়েছি| দুপুর ২টোয় নাগাদ চিঠিটি আসে | যদিও সে সময় আমি বাড়িতে ছিলাম না | কেন আমাকে এই বিষয়ের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়েছে সেটা আমার কাছে স্পষ্ট নয় | তবে আপনারা ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বেলা ৩টের মধ্যে যে কোনও সময়ে আসতে পারেন | দয়া করে আমাকে আপনাদের আসার সময়টা জানাবেন |”
রবিবার ছুটির দুপুরে আচমকাই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ১৮৮এ, শান্তিনিকেতনে পৌঁছয় সিবিআইয়ের একটি দল | একটি নোটিস দেওয়া হয় রুজিরার নামে। একইসঙ্গে রুজিরার বোন মেনকা গম্ভীরকেও নোটিস দেয় সিবিআই | সূত্রের খবর, রুজিরা এবং তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে সেই সব নিয়েই কথা বলতে চায় সিবিআই|