Breaking News

আগে সুপ্রিম কোর্টে হবে শুনানি! নিয়োগ দুর্নীতি মামলায় ‘অগ্রগতি’ রিপোর্ট জমা দিতে পারল না ইডি-সিবিআই,মুলতুবি শুনানি

দেবরীনা মণ্ডল সাহা :-প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মূল দুই মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় শুনানি হল না হাইকোর্টে। তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট নিয়ে হাজির হয়েও জমা দিতে পারল না সিবিআই ও ইডি। পাশাপাশি, সুপ্রিম কোর্টে মামলা চলায় আপাতত মামলার শুনানি মুলতুবি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৭ সেপ্টেম্বরের এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল, ২০১৪ সালে প্রাথমিকে ৯৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। চাকরিপ্রার্থী সৌমেন নন্দী, রমেশ মালিকের আনা ওই মামলার পরিপ্রেক্ষিতে পর্ষদকেও ওই তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছিল আদালত। ওই ৯৪ জনের নিয়োগে অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করেছিল পর্ষদ। গত বছরের অক্টোবরে ওই ৯৪ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সিনহা। প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন তিনি। যা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ওই চাকরিহারাদের কয়েক জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ১৫ জুলাই মাসে শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দেয়। আগামী সেপ্টেম্বর মাসে সেখানে পরবর্তী শুনানি রয়েছে। তাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়টি জানতেই মামলার শুনানি মুলতুবি করে দেয় হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন আগামী ১৭ সেপ্টেম্বর ওই মামলার শুনানি হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *