Breaking News

আর জি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের!মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে

প্রসেনজিৎ ধর :- এবার আর জি কর হাসপাতালের ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার আদালত বন্ধ থাকছে। পরের দিন মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।আরজি করের ঘটনায় প্রাথমিকভাবে কলকাতা পুলিশ তদন্ত করলেও, কলকাতা হাইকোর্ট তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিবিআই-কে ডেকেছিল। সেই মোতাবেক গত বুধবার থেকে তদন্ত হাতে নিয়েছে সিবিআই। এবার এই তদন্তে নজর রাখতে এই মামলা সরাসরি নিজের হাতে নিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চ | সূত্রের খবর, আর জি করের ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোচ্ছে, এই মামলায় হাসপাতাল ও রাজ্যের ভূমিকা কী– সবটা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়েও শুনানি হতে পারে।প্রসঙ্গত, আরজি কর নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলায় প্রথম থেকেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ‘প্রভাবশালী’ বলেও উল্লেখ করে আদালত। রাজ্যের সমালোচনা করে, সন্দীপ ঘোষের পদত্যাগের পরেই তাঁকে অন্যত্র প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করানোয়। পাশাপাশি, আর জি করের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন প্রধান বিচারপতি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে উঠল আরজি কর মামলা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *