দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই নারকীয় ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাতে বিপাকে পড়ছেন রোগীরা। এই আবহে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানছেন না চিকিৎসকরা এবং কর্মবিরতি পালন করছেন। অবিলম্বে তাঁদের কাজে ফিরতে নির্দেশ দিক আদালত। এবার এই আর্জি নিয়ে চিকিৎসক কুণাল সাহা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আজ, সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। টানা এই আন্দোলনের জেরে প্রবল সমস্যার মুখে রোগীরা। দূর-দূরান্ত থেকে এসে রোগীরা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এবার চিকিৎসকদের কাজে ফেরাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এক চিকিৎসক,তাঁর নাম কুণাল সাহা। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে কর্মবিরতি করছেন চিকিৎসকরা। তাঁর দাবি অবিলম্বে ওই চিকিৎসকদের কাজে ফেরানোর নির্দেশ দেওয়া হোক। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে খবর। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।যদিও পাঁচদিন হয়ে গেলেও সিবিআই তদন্ত এখন প্রশ্নের মুখে। কারণ কোনও গ্রেফতার হয়নি। বড় কোনও তথ্যপ্রমাণও সামনে নিয়ে আসতে পারেনি তদন্তকারীরা। এতে এখন পরিস্থিতি জটিল হতে পারে। দেশের অন্যতম বৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন শনিবার ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল। তার জেরে বহির্বিভাগের পরিষেবা এবং পূর্বনির্ধারিত সমস্ত অস্ত্রোপচার বন্ধ ছিল। যার প্রভাব পড়ে দেশজুড়ে। কেন্দ্রীয় সরকারও অনুরোধ করেছিল চিকিৎসকদের কাজে ফিরতে। তাতেও কোনও ফল হয়নি। এবার চিকিৎসকদের কাজে ফেরাতে মামলা করতে হচ্ছে এক চিকিৎসককেই।