Breaking News

২ চিকিৎসককে পুলিশের ডাক, মিছিল করে লালবাজারের পথে ডাক্তারদের দল!বাইরে আইনজীবীদের সঙ্গে পুলিশের বিতণ্ডা, তপ্ত লালবাজার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ। লালবাজারে হাজিরা দিয়েছেন তাঁরা। দুই অভিজ্ঞ চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে লালবাজার অভিযান অন্যান্য চিকিৎসকদের, যা এই রাজ্যের ইতিহাসে বেনজির। লালবাজারের গেটের বাইরে জমায়েত করেছেন তাঁরা। শামিল হয়েছেন আইনজীবীরাও|লালবাজারে উত্তেজনা। চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও চিকিৎসক কুণাল সরকারকে ভিতরে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে কয়েকজন আইনজীবী রয়েছেন। কিন্তু আইনি সহায়তা প্রদানের জন্য বাইরে রয়েছেন অনেক আইনজীবী। তাঁদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তা নিয়ে পুলিশের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনজীবীরা। প্রথমে গেটে চেন লাগানো ছিল, পরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে ঠিক হয়, পাঁচ জন আইনজীবীকে ভিতরে ঢুকতে দেওয়া হবে।যদিও চিকিৎসকদের এই অভিযানের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অবশেষে বেলা সাড়ে চারটে নাগাদ দুই চিকিৎসকই লালবাজার থেকে বেরিয়ে আসেন।এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, ‘ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *