Breaking News

হাথরাস-কাণ্ডের তদন্তকারী অফিসার সীমা পাহুজা এবার আরজি কর-মামলার তদন্তে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর-কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। উচ্চপদস্থ অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে সেই টিম। গত কয়েকদিন ধরে তৎপরতার সঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। এবার সেই মামলায় দায়িত্ব দেওয়া হল সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে। হাথরাস ধর্ষণ-কাণ্ডেও তাঁর নেতৃত্বে হয়েছিল তদন্ত। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তিনি।অনেকেই বলছেন, রবিবার পর্যন্ত যে তদন্তের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সিবিআইকে, তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা। এই অবস্থায় এবার আরজি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগ দিলেন সিবিআই অফিসার সীমা পাহুজা। এর আগে উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন তিনি।২০২০ সালে হাথরসের ১৯ বছরের দলিত তরুণী গণধর্ষণের শিকার হন। অজ্ঞান অবস্থায় উদ্ধারের পরে ১১ দিন হাসপাতালে লড়াই করার পরে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। উচ্চবর্ণের চার ব্যক্তির বিরুদ্ধে ওঠে অভিযোগ। তরুণীর কাঁধে ও গোপনাঙ্গে ভয়ানক আঘাতের প্রমাণও মেলে ময়নাতদন্তে। এর পরে তরুণীর দেহ পরিবারের হাতে না দিয়ে, রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ পুলিশ ও সরকারি কর্তাদের বিরুদ্ধে। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় সারা দেশে।সে সময়ে এই তদন্তে অগ্রণী ভূমিকা পালন করেন সিবিআই অফিসার সীমা। তিনি এর আগে গাজিয়াবাদের অ্যান্টি কোরাপশন ব্যুরোতেও ভাল কাজ করেছেন। ২০১৪ সালের ১৫ অগস্ট পুলিশ মেডেলও পান সীমা। সিবিআই অফিসার হওয়ার পরে হাথরস ছাড়াও আরও বেশ কিছু তদন্তে প্রশংসনীয় কাজ করেছেন তিনি। সাহসী এবং নির্ভীক অফিসার হিসেবেই সীমাকে চেনেন সকলে।
এবার সেই সীমাই যোগ দিলেন আরজি কর তদন্তে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *