দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে আবার হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে অষ্টম বারের জন্য হাজিরা দিলেন তিনি। গত শুক্রবার থেকে সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে নিয়ে শিয়ালদহ আদালতেও গিয়েছিল সিবিআই। তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে আদালতে।সিবিআই আর জি কর কাণ্ডের তদন্তভার নেওয়ার পরই তলব করেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রথমদিনের তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। বদলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিরাপত্তার আর্জি নিয়ে। কোর্ট থেকে ফেরার পথে সল্টলেক থেকে তাঁকে পাকড়াও করে সিবিআই। সোজা নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেই থেকে পর পর আটদিন সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সন্দীপ ঘোষ। তাঁকে জেরা করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার কিনারা করতে চাইছেন তদন্তকারীা।সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মাঝে আরজি করের নির্যাতিতার নাম প্রকাশের জন্য লালবাজার থেকেও ডেকে পাঠানো হয়েছিল সন্দীপকে। তিনি সেখানে হাজিরা দেননি। সেই সময়ে তিনি সিবিআই দফতরেই ছিলেন। এর মাঝে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন সন্দীপ। হাই কোর্ট পুলিশকে তাঁর পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। তাঁর বাড়ির সামনে পুলিশ পিকেটও রয়েছে। নিরাপত্তার দিকে নজর রাখছেন স্থানীয় বেলেঘাটা থানার ওসি।