Breaking News

বাড়িতে সিবিআই তল্লাশির পর সিজিওতে সন্দীপ!নিজামে ফের চিকিৎসক দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের জেরার মুখে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রবিবার তাঁর বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সোমবার সকালে ফের বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ওদিকে এদিন ফের নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সারা দিয়ে সোমবার সকালে নিজাম প্যালেসে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার বিভাগে হাজিরা দিলেন দেবাশিস সোম ৷ রবিবার সকালে তাঁর কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা ৷জানা গিয়েছে, রবিবার দেবাশিসবাবুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ৷ তবে তাঁর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি মেলার ফলে গতকাল নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই । সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপবাবু। এই নিয়ে দশম দিন তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের জেরার মুখে পড়লেন। গত ৯ দিন হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে তাঁকে জেরা করা হলেও এদিন তাঁকে দুর্নীতি নিয়ে জেরা করা হবে বলে সূত্রের খবর। এদিনও সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি সন্দীপবাবু।দেবাশিস সোমের কাছ থেকে যা উত্তর মিলেছে তাতে অন্ধকারই রয়েছেন সংস্থার গোয়েন্দারা ৷ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কীভাবে দুর্নীতি করতেন? তার উত্তর এখনও অজানা ৷ হাসপাতালে কোন কোন প্রভাবশালীরা আসতেন ? পাশাপাশি একাধিক কাজের বরাত দেওয়া হতো কীভাবে ? এই সব বিষয়ে উত্তর পাওয়ার জন্য আজ দেবাশিস সোম ফের একবার নতুন করে সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন।আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো ঘটনার পাশাপাশি হাসপাতালে দেদার দুর্নীতির অভিযোগ উঠে আসছে তদন্তে । এই দুটি বিষয় সমানভাবে তদন্ত করছে সিবিআই । অন্যদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে যে সকল নথিপত্র উদ্ধার হয়েছে, সেই সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য, আজ ফের সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সের ডাকা হয়েছে ।এদিন, সন্দীপ ঘনিষ্ঠ প্রাক্তন হাসপাতাল সুপার সঞ্জয় বশিষ্ঠকেও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ রবিবার প্রায় সারাদিন তাঁর বাঁড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *