দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কনসার্ট হওয়ার কথা ছিল তা এখনই হবে না বলে জানিয়ে দিলেন বাঙালি সঙ্গীতশিল্পী। শনিবার সকালে শ্রেয়া বিবৃতি দিয়ে জানিয়েছেন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে প্রতিবাদ মিছিল চলছে তাকে সমর্থন করতে চান। পাশাপাশি জানিয়েছেন এই বীভৎস ঘটনায় শিউরে উঠেছেন তিনি। এদিন বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া জানিয়েছেন, ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল।’’ শহরের অভিনেতারা নিজেদের ছবির প্রিমিয়ার থেকে টিজার, ট্রেলার লঞ্চের যে কোনও অনুষ্ঠান বাতিল করেছিলেন। সকলেরই দাবি ছিল একটা যে তাঁরা ন্যায় বিচার চান। প্রায় ২০ দিন হয়ে গেল এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। কয়েক দিন আগে ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন সঙ্গীতশিল্পীরা। নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার চরম সিদ্ধান্ত নিলেন শ্রেয়া। বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্তের কথা।শ্রেয়া জানিয়েছেন অক্টোবরে কোনও একটা তারিখ ঠিক করা হবে। শ্রেয়ার এই সিদ্ধান্তে পাশে রয়েছেন তাঁর শ্রোতারা। তাই এই মুহূর্তে শ্রেয়ার কোনও অনুষ্ঠান হবে না শহরে। শুধু শ্রেয়া নন, এই ঘটনার প্রতিবাদে বিশেষ গান বেঁধেছেন অরিজিৎ এবং রূপম ইসলামও।
Hindustan TV Bangla Bengali News Portal