ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা:- আরজি কর ঘটনায় ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক পর্যটন ব্যবসা। বিদেশ থেকে প্রত্যেক বছর কলকাতায় উৎসবে শামিল হন বিদেশি পর্যটকরা। “কলকাতা সেফ নয়” ফলে কলকাতায় আসতে চাইছেন না পর্যটকরা। যে সমস্ত এজেন্ট এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের ওপর জারি করা হচ্ছে একাধিক শর্ত। ফলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনার কবলে একাধিক এজেন্টরা ।এমনই এক ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট আই এ টি এ স্বীকৃত জয়দীপ মুখার্জী বলছেন,
“দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন দেশের পর্যটকরা কলকাতায় আসতেন। তিনি নিজে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য ৬৬টি রোড শো করেছেন। বিদেশ থেকে পর্যটক আনার প্রথম শর্ত হলো শহরে তাদের সুরক্ষা প্রদান নিশ্চিত করা ।বিদেশের কেউই কলকাতা আসা নিরাপদ মনে করছেন না। একের পর এক বাতিল হচ্ছে বুকিং। কলকাতা নিরাপত্তার ব্যবস্থার উন্নতি এখনই ঘটাতে না পারলে বিদেশী মুদ্রার আয় কমবে বড় বিপদের সম্মুখীন হতে চলেছে ভ্রমণ সংস্থা গুলির ভবিষ্যৎ।কলকাতার পাশাপাশি কানাডার স্পেন উরুগুয়ে ফ্রান্স ইতালি এই সবকটি দেশের কেন্দ্রবিন্দুতে অফিস প্রায় সবই দেশের পর্যটকদের একের পর এক বাতিল করছেন বুকিং।”