দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর হাসপাতালের ঘটনার মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ‘থ্রেট কালচারের’ অভিযোগ উঠে এসেছে। আর এই ইস্যুতে ‘উত্তরবঙ্গ লবি’র দাপট বেশি বলেও দাবি। গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম চরম উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের থেকে রিপোর্টও চেয়েছেন তিনি। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মমলা করেছিলেন চিকিৎসক অর্চিস্মান ভট্টাচার্য। তাঁর অভিযোগ ছিল, হাসপাতালগুলিতে হুমকির শিকার হতে হচ্ছে চিকিৎসকদের। মহিলা চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে। মেডিক্যাল কলেজগুলিতে টুকলি সংস্কৃতি চালু হয়েছে। এছাড়া বদলির ক্ষেত্রে কোনও নিয়ম নীতি মানা হয় না। এক মহিলা চিকিৎসক জানিয়েছেন, তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য একটি ছুরি দিয়েছেন।এর পরই প্রধান বিচারপতি বলেন, এই মামলায় তোলা অভিযোগের একটিও সত্যি হলে তা গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের রিপোর্টেও চার জনের নাম উল্লেখ রয়েছে বলে জানান প্রধান বিচারপতি। মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেলের হাজির থাকা উচিত। প্রধান বিচারপতি বলেন, সরকারি হাসপাতালের ৬০ শতাংশ চিকিৎসক হেনস্থার শিকার। আগামী ২১ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি।