Breaking News

মাঝ আকাশে অসুস্থ কিশোরী, কলকাতা এয়ারপোর্টে জরুরি অবতরণ চিনগামী ইরাকি বিমানের!হল না শেষরক্ষা,মৃত্যু ইরাকি যাত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মাঝ আকাশে যাত্রী সংজ্ঞাহীন ৷ আন্তর্জাতিক বিমানের জরুরি (মেডিক্যাল) ভিত্তিতে অবতরণ করতে হয় কলকাতা বিমানবন্দরে ৷ চিকিৎসার জন্য ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইরাকি এয়ারওয়েজের IAW473 বিমানটি এদিন জরুরি ভিত্তিতে অবতরণ করে কলকাতা বিমানবন্দরে ৷ ইরাকি নাগরিক ১৭ বছর কিশোরীর মৃত্যু হয় ৷জানা গিয়েছে, মৃত ইরাকি কিশোরীর নাম ডেকান সমীর আহমেদ। বুধবার বাগদাদ থেকে চিনের গুয়াংঝৌ যাওয়ার সময় বিমানে আচমকাই সে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর এই পরিস্থিতি।বিমানবন্দর সূত্রে খবর, বুধবার রাতে বাগদাদ থেকে গুয়াংঝৌর পথে রওনা হয়েছিল ইরাকি এয়ারওয়েজের বিমান AIW473. এই বিমানের যাত্রী ছিল ১৬ বছরের কিশোরী ডেকান সমীর আহমেদ। বিমানটি গুয়াংঝৌ পৌঁছনোর ৩০ মিনিট আগে আচমকা বিমানের মধ্যেই অসুস্থ বোধ করে সে। তড়িঘড়ি বিমানের রুট ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ঘড়িতে তখন রাত ১০ টা ১৮। দ্রুত কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। রাত ১টা ১৮ নাগাদ মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে কিশোরীর। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইরাকের প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *