প্রসেনজিৎ ধর :- টাইগারদের গর্জন থামিয়ে বৃষ্টি বিঘ্নিত গ্রিন পার্কে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া ৷ রোহিত-যশস্বীদের ব্যাটিং-এর সামনে অসহায় বাংলাদেশ হারল সাত উইকেটে ৷ ভারত সিরিজ জিতল 2-0 ব্য়বধানে ৷ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা ধরে রাখল টিম ইন্ডিয়া। পঞ্চম দিনে ২৬ রানে পিছিয়ে শুরু করছিল বাংলাদেশ। বিশ্বের দুই সেরা স্পিনারের সঙ্গে সেরা এক পেসারের সামনে হাবুডুবু খেলেন বাংলার ব্যাটাররা। সাদ্দাম ইসলামের ৫০ রানের সঙ্গে মুসফিকুরের অপরাজিত ৩৭ রান। এই দুয়ের সৌজন্যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে। ভারতের সামনে বাংলাদেশের সামনে ৯৬ রানের টার্গেট রাখে বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের ঝড় ওঠে যশস্বীর ব্যাট থেকে। ৪৫ বলে ৫১ রান করে আউট হন তিনি। ৩০ ঘণ্টার ম্যাচ মাত্র ১৪ ঘণ্টাতে হেলায় জিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখল টিম ইন্ডিয়া। প্রথমদিন মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জেরে গ্রিন পার্কে দ্বিতীয় এবং তৃতীয়দিন গড়ায়নি একটি বলও ৷ নিশ্চিত ড্র’য়ের দিকে এগিয়ে চলা দ্বিতীয় টেস্টে চতুর্থদিন প্রাণ নিয়ে আসেন ভারতীয় ব্য়াটাররা ৷বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট করে কানপুরে নির্মম ব্যাটিং শুরু করেন যশস্বী-কোহলি-রাহুলরা ৷ ৫২ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত ৷ চতুর্থদিনের শেষে বাংলাদেশের রান ছিল ২৬/২ ৷রবি অশ্বিন-রবীন্দ্র জাদেজার স্পিনে পঞ্চমদিন মর্নিং সেশনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷ ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯৫ রান৷ তিন উইকেট খুইয়ে মধ্যাহ্নভোজের বিরতির পরই রান তুলে নেয় ভারত ৷ ১৭. ২ ওভারে প্রয়োজনীয় রান তুলে ম্যাচ এবং সেইসঙ্গে সিরিজ মুঠোয় পুরে নেয় রোহিতব্রিগেড ৷ ৫১ রান করেন যশস্বী জয়সওয়াল ৷ ২৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি ৷