Breaking News

শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ করার প্রস্তাব বিজেপির!রেলমন্ত্রীর সামনেই দাবি তুললেন বিজেপি সাংসদ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা:- শিয়ালদহ থেকে বুধবার একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেখান থেকেই আরও একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শমীক বলেন, ”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।”শমীক এদিন আরও বলেন, ”আজকের রাজনীতি উন্নয়ন কেন্দ্রিক। কেন্দ্রীয় সরকার সংঘর্ষ নয় সম্পৃক্ততা চায়৷ রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে কেন্দ্র কাজ করবে। একাধিক রেলওয়ে ওভার ব্রিজ পিংক বুকে আছে। কিন্তু বাস্তবায়িত করা যাচ্ছে না। বহু শহর এই রাজ্যের যেখানে তীব্র যানজট হয়৷ এটি বাস্তবায়ন করতে রাজ্যের সাহায্য দরকার। কেন্দ্র যেন এই বিষয়ে রাজ্যের সঙ্গে কথা বলে।”এদিকে, অশ্বিনী বৈষ্ণব বলেন, ”রাজ্য সরকারকে অনুরোধ করব রাজনীতি বন্ধ করুন৷ আপনারা কেন্দ্রকে সাহায্য করুন। ৬১ রেল প্রকল্প আটকে আছে। এর টাকা প্রস্তুত। ভোট শেষ হয়ে গেছে। ভোট এলে রাজনীতি আবার হবে৷ এখন রাজনীতি দূরে সরিয়ে রেখে উন্নয়ন কাজের মাধ্যমে ন্যায় করুন।” দেশ তথা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল শিয়ালদহ স্টেশন। হাজার হাজার যাত্রী এই স্টেশন থেকেই যাতায়াত করেন। বহু দূরপাল্লার ট্রেন এই স্টেশন থেকেই ছাড়ে। সেই স্টেশনের নয়া নামকরণের প্রস্তাবকে ঘিরে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। এই প্রস্তাবকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কিছু কিছু ক্ষেত্রে ঐতিহ্যের একটা ব্যাপার থাকে। বিভিন্ন জায়গাতে একজনের নামে করতে হবে এটা কেমন কথা। তাঁর নামে তো একটা জায়গার নামকরণ করা রয়েছে। সেই সঙ্গেই রেলকে ঘিরে রাজনীতিকরণ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি শিয়ালদা স্টেশনের নাম কেন বিবেকানন্দর নামে হবে না সেই দাবিও তুলতে শুরু করেছেন তৃণমূলের একাংশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *