প্রসেনজিৎ ধর, কলকাতা:-আজ মহাপঞ্চমী। রাস্তায় বেরলে মনে হবে দুর্গাপুজো দেখতে মানুষের ঢল নেমেছে। তবে অনেক রাত পর্যন্ত যাঁরা প্রতিমা দর্শন করতে এখন থেকেই বেরিয়ে পড়েছেন তাঁদের প্রশ্ন রাতে বাস মিলবে তো?এই আবহে সাধারণ মানুষের সুবিধার জন্য পাশে দাঁড়াল রাজ্য পরিবহণ দফতর।ইতিমধ্যেই মেট্রো রেল এবং পূর্ব রেল ঘোষণা করেছে দুর্গাপুজোর দিনগুলিতে সারারাত ট্রেন চালাবে। মাঝরাত পর্যন্ত চলবে ফেরি সার্ভিসও। কিন্তু সব রুটে তো মেট্রো বা লোকাল ট্রেন চলে না। ফেরি সার্ভিসও গোটা শহরে মেলে না। তার জন্য নির্দিষ্ট রুট আছে। কিন্তু এখন মাঝরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন মানুষজন। কিন্তু এখন উৎসবের দিনে রাস্তায় বাসের খুব অভাব দেখা যাচ্ছে। এই কথা জানতে পেরে এবার সুখবর দিল রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, আগামী বুধবার অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে কলকাতায় সারারাত মিলবে সরকারি বাস। সুতরাং আর কোনও চাপের ব্যাপার নেই।শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল আরও বাড়তে পারে। সেই কথা মাথায় রেখে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হল |পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘বহু মানুষই জেলা থেকে দুর্গাপুজো দেখতে কলকাতায় আসেন। তাঁরা যাতে হাওড়া, শিয়ালদা স্টেশন এবং বারাসতে পৌঁছতে পারেন তাঁর জন্য সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। এখন থেকেই কলকাতায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। চতুর্থী ও পঞ্চমীতে রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হচ্ছে। ষষ্ঠী থেকে দুর্গাপুজোর বাকি দিনগুলিতে আরও বাড়বে বাসের সংখ্যা। সকাল ১০টার পর বাড়ানো হবে বাস। দুর্গাপুজোর সময় রাস্তায় অতিরিক্ত ইলেকট্রিক বাস নামানো হবে।’
Hindustan TV Bangla Bengali News Portal