Breaking News

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসকের গণইস্তফা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড়সড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের। গণইস্তফা আরজি করের ৫০ জন সিনিয়র ডাক্তারের।প্রাথমিকভাবে ৬ জন জুনিয়র চিকিৎসক শুরু করলেও, আরজি কর থেকে একের পর এক চিকিৎসক সেই অনশনে সামিল হচ্ছেন। পাশাপাশি চলছে সিনিয়র চিকিৎসকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশনও।রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণ ইস্তফা দিয়েছেন সিনিয়র ডাক্তারেরা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে তাঁদের দাবি, আন্দোলনকারীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ করুক। আরজি করের এক সিনিয়র চিকিৎসক বলেন, ‘‘আমরণ অনশন হল একেবারে শেষ অস্ত্র। বাধ্য হয়েই জুনিয়র চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ আড়াই দিন হয়ে গেল ওঁরা অনশন করছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ করুক। এখন আমরা গণ ইস্তফা দিলাম। এর পর আমরা ব্যক্তিগত ভাবে ইস্তফার পথেও হাঁটব।’’এনআরএস-সহ একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর। এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *