Breaking News

নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই!জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা সিবিআই-এর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে প্রেসিডেন্সি সংশোধনাগারে টানা ৩ ঘণ্টা জেরা করল সিবিআই। ২০২২ সালের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আর্থিক লেনদেনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে প্রচুর অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি পার্থ। একাধিকবার জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে গিয়েছে। গত ১ অক্টোবর পার্থকে সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল। গত ১ অক্টোবর তাঁকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তারপরেই পার্থকে গ্রেফতার করে সিবিআই। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে হাজির করানোর পর গ্রেফতার করে সিবিআই। জেলে গিয়ে পার্থকে জেরার জন্য কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে টানা ৩ ঘণ্টা পার্থকে জেরা করে সিবিআই।নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শেষ শুনানি ছিল ৭ অক্টোবর, কলকাতা হাই কোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে । তবে সেদিন রায়দান স্থগিত রাখা হয়। মনে করা হচ্ছে, পুজোর পরে এই মামলার রায়দান হতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ছাড়াও গ্রেফতার করা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে। ৭ অক্টোবর তাঁদের জামিন মামলার শুনানিও ছিল হাই কোর্টে। সেই শুনানিও শেষ হয়েছে। ষষ্ঠী থেকে হাই কোর্টে পুজোর ছুটি শুরু হচ্ছে। আদালত বন্ধ থাকবে নভেম্বর পর্যন্ত। নভেম্বরের প্রথম সপ্তাহে আদালত খুললে পার্থদের মামলার রায়দান হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *