Breaking News

দ্রোহ কার্নিভালের দিনই অনশনমঞ্চে যোগ আরও দুই জুনিয়ার ডাক্তারের!অসুস্থ হয়ে হাসপাতালে উত্তরবঙ্গের সৌভিক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘আমরণ অনশন’-এর ১১ দিনের মাথায় যোগ দিলেন আরও দুই জুনিয়ার ডাক্তার। আজ, মঙ্গলবার যোগ দিলেন স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার। অন‍্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক জন জুনিয়র ডাক্তারও এই অনশনে অংশ নিয়েছেন |এদিকে গুরুতর অসুস্থ উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনরত চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।অল ইন্ডিয়া হেলথ অ্যান্ড হাইজিনের ফাইনাল ইয়ারের পিজিটি রুমেলিকা কুমার। এদিকে পশ্চিম মেদিনীপুর মেডিক্যালের দ্বিতীয় বর্ষের পিজিটি স্পন্দন চৌধুরী। আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই লড়াইয়ে শামিল হয়েছিলেন তাঁরা। এবার অনশনে শামিল হলেন রুমেলিকা ও স্পন্দন। এদিকে গত ৭ অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনে শামিল হয়েছিলেন চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়। অনশনের জেরে স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। চলছে চিকিৎসা।সূত্রের খবর, এর আগে রক্ত চাপ নেমে যাওয়ায় গত সৌমবার সৌভিককে হাসপাতালে নিয়ে যাও.য়া হলেও তিনি অনশনে অনড় চিলেন। ফিরে এসেছিলেন অনশন মঞ্চে। তবে এদিন অনশন মঞ্চেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়। পেটে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গেছে।
এর আগে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, তনয়া পাঁজা। তবে এই মুহূর্তে তনয়া এবং পুলস্ত্য ছাড়া বাকি ২ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। একই সঙ্গে অনশনরত বাকি জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *