দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীঘাটে মেট্রোর সামনে ঝাঁপ দিলেন যাত্রী। দুর্ভোগের শিকার অফিস ফেরত যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটে। যার ফলে বিঘ্ন ঘটেছে মেট্রো পরিষেবায়। এখনও যা খবর, একদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত আর অন্য দিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার কিছু পরে কালীঘাট স্টেশনে ভিড়ের মধ্যেই এক যাত্রী মেট্রোর সামনে ঝাঁপ দেন। ওই মেট্রো কবি সুভাষ স্টেশনের উদ্দেশে যাচ্ছিল। তখন বিপত্তি। এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এর ফলে সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। শহরে বেশির ভাগ অফিস ধর্মতলা, পার্ক স্ট্রিট, ময়দান চত্বরে। মেট্রো বন্ধ থাকায় অফিস থেকে বেরিয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।মেট্রোয় বিভ্রাটের কারণে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অফিস ফেরত টাইমে আংশিক রুটে মেট্রো চলাচলের জন্য ভোগান্তি যাত্রীদের। ধর্মতলা, পার্ক স্ট্রিট, ময়দান চত্বরের যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, লাইন থেকে দেহ উদ্ধারের কাজ চলছে। দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।