Breaking News

‘একটা পরিবার থেকে সবাইকে তাড়িয়ে দেবে?’স্বাস্থ্য সচিবের অপসারণ নিয়ে কড়া জবাব মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবি অবশ্য নাকচ করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া প্রতিক্রিয়ায় ফোনে মুখ্যমন্ত্রী বলেন, “একটা পরিবার থেকে সবাইকে তুমি তাড়িয়ে দেবে? তুমি ঠিক করবে সরকার কোন অফিসারকে রাখবে কাকে তাড়াবে? কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু হঠাৎ এরকম বললে সরকারের পক্ষে কি সেই দাবি মানা সম্ভব?”জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারির পরদিনই ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনশনকারীদের ফোনে কথাও বলিয়ে দেন। পরে ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা শোনানো হয় অনশনমঞ্চে। অনশন আন্দোলন থেকে সরে আসার বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘‘অনশন তুলতে অনুরোধ করছি। আলোচনায় বোসো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। প্রায় সব ক’টি দাবিই পূরণ হয়েছে। তিন-চার মাস সময় দাও। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’ তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ ছাড়া আন্দোলনকারীদের সব দাবির সঙ্গেই সহমত তিনি।ডাক্তারদের অনুরোধ করার পাশাপাশি কিছুটা কড়া কথাও শুনিয়ে দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনাদের কথায় সবাইকে সরানো সম্ভব নয়। প্রসঙ্গত, স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতে এখনও অনড় রয়েছেন ডাক্তাররা। এদিকে, মুখ্যমন্ত্রীর ওই কথা শুনে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন দাবি না মানলে অনশন প্রত্যাহার নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *