দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবারও ‘সেরার সেরা’ বাঙালি প্রাণের শহর কলকাতা। বিশ্বের ২৫টি সর্বশ্রেষ্ঠ শহরের তালিকায় নাম উঠে এল তিলোত্তমা কলকাতার । সোশ্যাল মিডিয়ায় গর্বের এই তথ্য শেয়ার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সৌন্দর্যায়ন, ভ্রমণ, উন্নয়ন – আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সব কিছুর নিরিখেই বিশ্বের আর ২৪ টি শহরের সঙ্গে জায়গা করে নিয়েছে কলকাতা। সোশাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীই। এহেন কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের নানা উন্নয়ন করেছেন। আর সে কথা তিনি বারবার বলেছেন। যদিও বিরোধীরা সমালোচনা করেছেন। তারপরও একের পর এক স্বীকৃতি সব কিছুর জবাব দিয়ে দিয়েছে। সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন, সামাজিক প্রকল্প প্রদান, পর্যটন ক্ষেত্রগুলিকে ঢেলে সাজানো এবং নানা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার সুফল এভাবেই মিলছে। আন্তর্জাতিক স্তরে কলকাতার কদর বৃদ্ধি হয়েছে। এবার কলকাতার মুকুটে জুড়ল সেরার পালক। বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে তিলোত্তমা। যা নিয়ে এখন চর্চা চলছে।